নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার আহবান জানিয়ে ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছেন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তার নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাতিজা মোসলেউদ্দিন সরকার। লিখিত বক্তব্যে জানানো হয়, মোহাম্মদ আলী সরকার তার নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এবং তার কর্মী-সমর্থকদের বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় বাধার সম্মুখীন হয়েছেন। এমনকি প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জিয়াউর রহমানের কর্মী-সমর্থক দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন। এসব বিষয়ে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, তার। প্রার্থিতা বাতিল করা হয়েছিল। মহামান্য হাইকোর্ট কর্তৃক তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন। ফলে নির্বাচনী কার্যক্রম এবং ভোটারদের কাছে পৌঁছাতে তার বিলম্ব হয়েছে। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তিনি নির্বাচন কমিশন ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেছেন। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী সরকার জানান, শত বাঁধাবিপত্তি সত্ত্বেও ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তার আপেল প্রতীকে ভোট প্রদান করে তাকে বিজয়ের মালা উপহার দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, একই দাবিতে কয়েকদিন আগে মোহাম্মদ আলী সরকারের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট তার পুত্র আহসান উদ্দিন সরকার সংবাদ সম্মেলন করেছিলেন।
মোহাম্মদ আলী সরকার ইতিপূর্বে এফবিসিসিআইয়ের পরিচালক, রাজশাহী চেম্বারের কয়েকবার এর সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ছিলেন।
Leave a Reply