নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার জয়
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ৬৯৫২৯ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ কথ্য জানান।
দেলোয়ার হোসেন জানান, নৌকা প্রতিক নিয়ে জিয়াউর রহমান পেয়েছেন ৯৪৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রর্থী আপেল প্রতিক মোহাম্মদ আলী সরকার ২৫৩৯৯, খুরশীদ আলম বাচ্চু ১৪৩০৯,জাতীয় পার্টি লাঙ্গল আব্দুর রাজ্জাক ৩০৬১, জাকের পার্টি গোলাম মোস্তফা ১৮৭০ বিএনএফের প্রর্থী নবীউল টেলিভিশন প্রতিক পেয়েছেন ১৪৭৩। এতে ৬৯৫২৯ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান। এ নির্বাচনে ৩৪ দশমিক ভোট কাস্ট হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
Leave a Reply