মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি-জেপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী এম ইউ বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলা জেপির দলীয় কার্যালয় পর্যন্ত আনন্দ রেলি করেন। পরে জাতীয় পার্টি জেপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহবায়ক, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি ও ২ নং পত্তাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শাহীন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য সচিব, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি ও ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ করিম তালুকদার (ইমন)।
আলোচনা সভা, দোয়া ও কেকে কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জনাব মোঃ জসীম মীর এবং সঞ্চালনা করেন, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ১নং পাড়েরহাট ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মোঃ সাব্বির হোসেন তুফান, ২নং পত্তাশী ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম, ৩নং বালিপাড়া ইউনিয়ন ছাত্র সমাজের আহবায়ক মোঃ ইকবাল সেফাই, ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের আমিনুল ইসলাম বাবু, ৫নং চন্ডিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিন মৃধা।
ইন্দুরকানী সরকারি কলেজ শাখার সভাপতি তাইজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন।
পরে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি”র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ জসীম মীররের সভাপতিত্বে কেক কাটা হয়।
Leave a Reply