কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বটতলা বাজারে আল হামীম কমার্স এন্ড বিজনেস কোম্পানি প্রতারণা। উমর মজিদ ইউনিয়নের ৫০০-৬০০ সাধারণ মানুষকে লোভ লালসা দেখিয়ে সদস্য করে প্রতিমাসে নির্দিষ্ট টাকা জমিয়ে ফেরত দিতে টালবাহানা। ভুক্তভোগী সদস্য হাফেজ, দেলবর, আজিজার রহমান, ইমদাদুল হক, আব্দুল আজিজ, মোর্শেদা বেগম, সিদ্দিক, মাহামুদুল হাসান, মনিরুজ্জামান, মালেক, মোস্তফিজার রহমান, সাজেদা ও ইয়াসমিন বেগম প্রত্যোকে বিভিন্ন মেয়াদে ৫-১০ বৎসরের জন্য ৪০,০০০ -৫০,০০০ টাকা করে জমা করেন। কিন্তু নির্দিষ্ট মেয়াদ উওীর্ণ হইলে মূলধন ও মুনাফা কেউ ফেরত পাচ্ছেনা। এমতাবস্থায় গ্রামের অসহায় মানুষেরা উপজেলা প্রশাসনসহ উধ্বর্তন কতৃপক্ষের মাধ্যমে টাকা ফেরতসহ উপযুক্ত বিচার কামনা করছেন। এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানাগেছে, আল হামীম কমার্স এন্ড বিজনেস কোম্পানি এর ব্যাবস্থাপনা পরিচালক দূর্গাপুর ইউনিয়নের বাসিন্দা মো: আনিছুর রহমান প্রতারণার মুলহোতা। উমর মজিদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কাচুয়ার পূএ মো: মজিবর রহমান বাচ্চু, জব্বারের পূএ আব্দুস সালাম, উমেল উদ্দিনের পূএ আব্দুর রহমান, আব্দুল জব্বারের পূএ সালাম দর্জি, আলিমুদ্দির পূএ মজিদুল, আব্দুর রহমানের পূএ আমিনুর মাষ্টার, আব্দুল হকের পূএ তাইজুল ইসলাম দীর্ঘদিন এলাকার অসহায় গরিব মানুষের কষ্টের টাকা নিয়ে ব্যাবসায়ের নাম ভাঙ্গিয়ে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। এসব চক্র কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী, রাজারহাট, কুড়িগ্রাম সদরসহ বিভিন্ন এলাকায় শাখা অফিস খুলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারণার ফাদ থেকে রক্ষা পেতে আজ উমর মজিদ ইউনিয়নের বটতলা বাজারে প্রায় ২০০জন সদস্য সাংবাদিকদের সামনে নিজের গুচ্ছিত টাকা ফেরত পেতে অনেক আকুতি করেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পেলে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিব।//// সাইফুর রহমান শামীম, mobile 01718070388
Leave a Reply