মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুরে সনকা বাজারে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর নতুন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে অফিস উদ্বোধন উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৬০ জন মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম শাহ্, ইউপি সদস্য সোহেল রানা, আশরাফুল আলম ও সমাজসেবিকা মোছা. রিক্তা বানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সুমন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হাসান, সহ- কোষাধ্যক্ষ মো. হুমায়ূন আহমেদ ইফতি, দপ্তর সম্পাদক মোঃ সৈকত ইসলাম সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ইসলাম, কাহারোল টিম লিডার ওমর ফারুক, কাহারোল টিম লিডার ওমর ফারুক, রিদয়, জসীম উদ্দিন, ইমরান, আরিফুল ইসলাম, রানা, মাসুদ, সাকিব ইসলাম, রিদয়, সাব্বির, হারুন, কুরবান, জীবন, ইউসুফ আলী,সজীব ইসলাম, সোহাগ হাসান, রাকিব ইসলাম, সাব্বির, রহিম ইসলাম আনিছুর রহমান, জামাল ইসলাম প্রমুখ।
Leave a Reply