ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগ (ক্রিকেট) এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্রীণ ভয়েস’র বিশেষ সহযোগিতায় ধামইরহাট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক আবু হানিফ, স্পোর্টস একাডেমিক সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান খান বাবু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাংকার মেহেদী হাসান অলিভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, বেন ইয়ামিন সরকার, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, সম্পাদক আরমান হোসেন রকি, টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি মুরাদুজ্জামান ইমন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান প্লাবন, সম্পাদক রুহেল আহমেদ সোনালী সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ডেন্টিস্ট শামিম রেজা,সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক ও আসাদুর রহমান শাহিন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ সহ ৪টি দলের টিম লিডার ও বিভিন্ন পর্যায়ের খেলোয়ার উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সংস্থার বার্ষিক বনভোজন ও চোঁখ ধাধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
Leave a Reply