মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে ঋণ বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. শামীম মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আবুল কালাম আজাদ, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. এমরান মেহেদী। অনুষ্ঠানে ৫৩ জন কৃষকদের মাঝে ২৭ লক্ষ ৪৭ হাজার টাকার চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ প্রদান করা হয়।
Leave a Reply