সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শত প্রতিকূলতার মাঝেও জ্ঞানের আলো ছড়াচ্ছে আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ। এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আন্ধারীঝাড় ইউনিয়নে মেয়েদের পড়ালেখার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয় পরিচিতি পেয়েছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ব্যাপক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অনেক ভাল ফলাফল বয়ে আনছে। শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সবক্ষেত্রেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছে। এ বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা যথেষ্ট। বর্তমানে আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী সবার প্রিয় শিক্ষক মোঃ আনিসুর রহমান দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান জানায়, শিক্ষার্থীদের পাঠদান এর ক্ষেত্রে শিক্ষকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply