হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবেশীর মিথ্যা মামলা, হিংসাত্নক আচরণ ও অহেতুক গালিগালাজ সহ বিভিন্ন ভাবে হয়রানি থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে একটি ভুক্তভোগী পরিবার । সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর উমরপুর গ্রামের ভুক্তভোগী মো: খাইরুল ইসলাম এর পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে ভুক্তভোগী পরিবার তাদের প্রতিবেশী মো: কবির উদ্দীনের স্ত্রী মোসা: রেখা বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, একটি জমি ক্রয়কে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে রেখা বেগম ও তার পরিবার বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে । তাদের দায়েরকৃত একটি মিথ্যা মামলায় আমাদের পক্ষে রায় দেয়ার পর কয়েক মাস আগে তারা আবারো আমাদের বিরুদ্ধে অপর একটি মিথ্যা মামলা দায়ের করে । এমনকি যতদিন আমাদের ফাঁসাতে না পারবে ততদিন মামলা দিয়েই যাবে বলে হুমকি দিয়ে যাচ্ছে । এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের জমিতে থাকা গাছ কেটে ফেলা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতেই থাকে । আমরা ছাড়াও গ্রামের অন্যের নিরীহ মানুষও তাদের অত্যাচারে অতিষ্ঠ । আমরা তাদের এমন অমানবিক আচরণ ও হয়রানি থেকে মুক্তি চাই । এসময় স্থানীয় প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সকল সদস্যরা । মানববন্ধনে অংশ নেয়া মো: মুনসুর আলী, আহসান হাবিব, আকতার হোসেন, বেলাল উদ্দীন, নুরুল ইসলাম, দাউদ হোসেন ও ইমরান হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গও তাদের এসব অত্যাচারের কথা উল্লেখ করে এর নিস্তার দাবী করেন । এসময় স্থানীয় মসজিদ কমিটির সাবেক সভাপতি মো: তসিকুল ইসলাম বলেন, তৎকালীন সময়ে রেখা বেগম মসজিদের নিকট একটি জমি বিক্রি করবে বলে টাকা নিলেও তা আর ফেরত দেয়নি । এমনকি চাইতে গেলেও হয়রানি করে তারা । মানববন্ধনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন ।
Leave a Reply