সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট থেকে বিপুল পরিমান গাঁজা সহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ৬ এর একটি আভিযানিক দল। র্যাব জানিয়েছে ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে র্যাব-৬ খুলনার সদর কোম্পানি এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে,তারই সূত্র ধরে যৌথ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির(৩৮), থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করে। এ সময়ে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে।
জব্দকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply