ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট উন্নয়ন ট্রাস্টে’ (ডিডিটি)র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজে ডিডিটির কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। আলোচনা সভায় ডিডিটির সিনিয়র নেতা জবেদুল ইসলাম, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ডা. মোস্তফা কামাল, শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, ইউপি সদস্য ও ব্যবসায়ী নেতা আইয়ুব হোসেন, উপজেলা যুবলীগের নেতা ইনজামামুন হক সরকার শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, সাবেক ইউপি সদস্য কাজল রেখা, হায়দার আলী, মেনুকা পারভীন, সদস্য আজির উদ্দিন, আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কমিটির গতিশীলতা ও ডিডিটির নিজস্ব অর্থায়নে ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ চুক্তিক্তে লাগানো গাছ কর্তনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।
Leave a Reply