শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫ বীরাঙ্গনা নারীকে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস বুঝিয়ে দেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও বাড়ীপ্রাপ্তদের মধ্যে রেনু বেগম। বাড়ী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। শেষে বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়ার রেনু বেগম, রাবিয়া বেগম, চম্পা খাতুন, আরবী বেগম ও রহিমা বেগম এই ৫ জন কে একে একে বাড়ীতে উঠিয়ে দেয়া হয়।
Leave a Reply