সারোয়ার হোসেন,তানোর: রাজশাহীর তানোর পৌরসভায় দুটি মাটির কাচা রাস্তা কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এসব রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এ রাস্তার কাজ গুলো করা হচ্ছে। জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ গার্লস স্কুল হতে মুসলিমের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার এবং বেলপুকুরিয়া স্কুল হতে বগুড়া মাস্টারের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার পাকা রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। মেয়র ইমরুল জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে রাস্তা দুটি মাটির ছিল। ভোটের সময় এসবএলাকার আপামর জনসাধারণের প্রাণীর দাবি ছিল রাস্তাগুলো পাকা করার। আমি তাদের কাছে ওয়াদা করে ছিলাম মেরয় নির্বাচিত হলে নতুন ভাবে কোন রাস্তার কাজ হলে এসব রাস্তা কার্পেটিং করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাকা রাস্তা সংস্কার ও মাটির রাস্তা কার্পেটিং করা হবে। পৌরবাসী যে আসা নিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন তার সবগুলো বাস্তবায়ন হবে ইনশায়াল্লাহ। এজন্য তিনি পৌরবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন। রাস্তার কাজগুলো করছেন তানোরের ঠিকাদার ইয়াছিন আলী। এসময় প্যানেল মেয়র আরব আলী, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তারেক আজিজ, কার্যসহকারী ওয়াহেদুজ্জামান বাবু, মাহবুর রহমান,তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, কাউন্সিলর তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর জুলেখা বেগম এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন। ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, আমরা পৌরসভার নাগরিক এটা বলতে কষ্ট হত। দীর্ঘ ২৮ বছর পর পাকা রাস্তা হবে এটা কল্পনাতীত । এটা অত্যান্ত ভালো লাগছে। কাদার সময় ঘরে ফসল আনা রোগী নিয়ে শহরে যাওয়া অত্যান্ত কষ্টকর ব্যাপার ছিল। ভোটের সময় মেয়র ইমরুলের কাছে দাবিই ছিল রাস্তা করে দেওয়ার। তিনিও ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে রাস্তা পাকা করন করে দিব। সেটি বাস্তবায়ন করলেন মেয়র।
Leave a Reply