বাগেরহাট প্রতিনিধি :
“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটে জাতীয় পাট দিবস উদযাপন হয়েছে। পাট অধিদপ্তর ,পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগীতায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ৬ মার্চ সকালে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও পাট র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,চাউল মিল মালিক ও ব্যাবসায়ী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন। সভায় ক্ষতিকর প্লাষ্টিক,পলিথিন বর্জন করে দেশের সোনালী আঁশ পাটের তৈরি সামগ্রী ব্যবহার ও বিদেশে রপ্তানি সহ এর সুবিধা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্হা গ্রহন এবং প্লাষ্টিক বস্তার পরিবর্তে চটের বস্তায় চাউল সংরক্ষনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। এর আগে জেলা প্রশাসকের প্রধান ফটক থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।##
সোহেল রানা বাবু
বাগেরহাট
০৬/০৩/২০২৩
Leave a Reply