কুড়িগ্রাম প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় প্রবন্ধ উপস্থপন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচির মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর ও একুশ পদক প্রাপ্ত এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশে দুজ্জামান বাবু প্রমুখ।
Leave a Reply