ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাব ও সমাজসেবা অফিসের উদ্যোগে পৃথক পৃথক ভাবে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ০৭ মার্চ বিকেল সাড়ে ৩ টায় ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে সদ্য বিদায়ী ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সাবেক সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, উজ্জল হোসেন, সোহেল রানা প্রমুখ। অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমসহ অফিসের অন্যান্য সহকর্মীবৃন্দ। বিদায় বেলায় চাকরী জীবনের ১ম কর্মস্থল উপজেলা সমাজসেবা অফিস ধামইরহাটের স্মৃতিচারণ করেন বিদায়ী অতিথি, বর্তমানে তিনি জেলার আত্রাই উপজেলা সমাজসেবা অফিসার পদে যোগদান করে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply