সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি পরিবহনের পেছনে বেপরোয়া গতিতে চলা অপর একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই জন।শেষ সংবাদ পাওয়া পর্যন্ত তারা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছে।
বুধবার(৮ মার্চ)গভীর রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তৈয়েব আলীর বটতলা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে
মহাসড়কে দাড়িয়ে থাকা পরিবহনের পেছনে ঢাকা থেকে খুলনা গামী বেপরোয়া গতির ট্রাক ঢাকা মেট্রো ন (১১-১৯৮৫) ধাক্কা দিলে ট্রাকের ড্রাইভার রামপাল থানার কুমলো গ্রামের বাসিন্দা শ্যামল পালের ছেলে অলক পাল(২৯) ও চালকের সহযোগী চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের আশরাফ আলীর ছেলে মাহামুদ(৩৫) গুরুতর আহত হয়েছেন মর্মান্তিক অবস্থায় ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।তবে তারা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানান স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক জুবায়ের হোসেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান জানান,আমরা জানতে পারি ওষুধ বহন কারী ট্রাকের গতি বেশি থাকায় পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে আমরা দুর্ঘটনা স্হলে এসে জানতে পেরেছি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে সড়কে যান-বাহন চলাচল স্বাভাবিক করেছে ।
Leave a Reply