সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাটে জেলা প্রশাসনসহ বিভিন্ন এনজিও আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। দিনটি উদযাপন উপলক্ষে সকালে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা সংস্থার বাগেরহাট জেলার সভাপতি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, নারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, নারী উদ্যাক্তা সহ বিপুল সংখ্যক নারী এতে অংশ নেন। এ সময়ে বাগেরহাট ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়। বিভিন্ন নারী সংগঠন,আর আর এফ, ওয়ার্ল্ডভিশন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এই র্যালীতে অংশ নেয়। এছাড়া ওয়ার্ল্ড ভিশন এনজিওর আয়োজনে একটি বাইসাইকেল র্যালী স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের এসে শেষ হয়।##
সোহেল রানা বাবু
বাগেরহাট
০৮/০৩/২০২৩
Leave a Reply