কুড়িগ্রাম প্রতিনিধি :
অন্য গ্রাহকের বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে হিসাবরক্ষকে গালিগালাজ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে নগেশ্বরী উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার।
একই সাথে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন তিনি। এতে তিনি উল্লেখ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ প্রায়ই অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীসহ লাইনম্যানদের গালাগালি করতেন। এমনকি নারী কর্মীকেও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে তার নামে থানায় অভিযোগ করেছেন এ কর্মকর্তা। উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ নাগেশ্বরী পৌর এলাকার বালাটারী গ্রামের ওমর আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪মার্চ দুপুর সোয়া ১২টার দিকে অফিসে ঢুকে জোনাল অফিসের হিসাবরক্ষক সৈয়দ রফিকুল ইসলামকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। পরে বিষয়টি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিমকে জানান। পরে ওইদিনই নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেন ডেপুটি জেনারেল ম্যানেজার নিজেই। এছাড়াও জিডিতে উল্লেখ করেন, জাহিদ বিভিন্ন সময় অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীদের সাথে দুবর্যবহার করতেন। গালাগালি করতেন। হুমকীও দিতেন। মুঠোফোনে কল করে লাইনম্যানদেরও গালাগালি করতেন তিনি।
এর আগে অফিসে ঢুকে বিলিং শাখার নারী কর্মীদের গালিগালাজের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে বিলিং শাখার বিলিং সুপারভাইজার এক নারী বলেন, তার নিজের কোন কাজ নেই। অন্যের কাজ নিয়ে আসতো। অফিসে ঢুকে বলতো এটা করে দেন সেটা করে দেন। না করলে এ করবে সে করবে। এরকম করতো। সে প্রভাব দেখাতো এসে।
তবে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি একটা সুপারিশ নিয়ে গেছি। আমার সাথে খারাপ আচরণ করেছে একাউন্টেন্ট। ডিপুটিজিএমও খারাপ আচরণ করেছেন। এখন আমার বিরুদ্ধে ওনারা ষড়যন্ত্র করছে। আমাকে দালাল বলেছে। আমি নাকি দালালী করতে যাই। এ নিয়ে তর্ক হয়েছে একাউন্টেন্টের সাথে। উনি আমার সাথে মিস বিহ্যাব করেছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিমকে বলেন, জিডিতে যা পেয়েছেন সেটাই আমার বক্তব্য।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, আমাকেও অনুলিপি দিয়েছে। বিষয়টি দেখা হবে।
Leave a Reply