সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি:
পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ্য মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাগেরহাটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের পুরাতন বাজার মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্হ করতে উঠেপড়ে লাগা জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের শক্ত অবস্হানে থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে জেলা যুবলীগের নেতৃত্বে এক শান্তি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply