সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম :
কুড়িগ্রামে রমজান মাসের আগেই বাজার মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসনের তদারকী টিম। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের জিয়াবাজার, পৌরবাজার ও খলিলগঞ্জ বাজারে যৌথভাবে বাজার মনিটরিং করা হয়। এরপর উক্ত টিম পার্শ্ববর্তী রাজারহাট উপজেলায় তদারকী করে।
এতে নেতৃত্ব প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ প্রমুখ।
অর্ধদিন ব্যাপী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মুল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকী করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শণ না করায় জিয়া বাজারের ব্যবসায়ী হজরত রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এ ধরণের তদারকী অব্যাহত থাকবে।
Leave a Reply