হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ফলপ্রাপ্ত এবং বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে । শনিবার ১১ই মার্চ ২০২৩ বিকেলে পনেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি
আব্দুর রাকিব এর সভাপতিত্বে এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আহমাদুল্লাহ মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম । বিশেষ অতিথি হিসেবে মো: শামসুজ্জামান, জোনাল ম্যানেজার, আশা ইন্টারন্যাশনাল, নাইজেরিয়া এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা । আরো উপস্থিত ছিলেন নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাকির আহমেদ, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৩ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মো: পলাশ উদ্দীন, নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সৈবুর রহমান (সাগর) মাস্টার ও শহিদুল ইসলাম মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম, আব্দুস সোবহান মাস্টার এবং মাহবুব আলম (পানু) সহ নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ । অনুষ্ঠানে ৪৪ জন এসএসসি ফলপ্রাপ্ত ও বিভিন্ন শ্রেণীতে ১৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ১৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় । অনুষ্ঠান শেষে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাঠাগার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি । এসময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply