মশিয়ার রহমান,( নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় অভিযান চালিয়ে ছয়জন মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১২ মার্চ) উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নেশাগ্রস্থ অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলজার, জলঢাকা মাথাভাঙ্গা এলাকার আজিজুল ইসলামের ছেলে রুবেল হোসেন, একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম, বগুলাগাড়ি এলাকার মৃত আব্দুল গণির ছেলে আবুল কালাম, একই এলাকার তছলিম ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও পূর্ব বালাগ্রাম এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে বিপুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ৷
Leave a Reply