শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-বরেন্দ্র নিউজ সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ-বরেন্দ্র নিউজ বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান খুলনার দাকোপ ছাত্র লীগের জন্মদিন পালনে আটক-৩-বরেন্দ্র নিউজ সাপাহারে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বরেদ্র নিউজ সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার-বরেন্দ্র নিউজ সাপাহারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ
জলঢাকায় ইরি বোরো ধান চাষে বাড়তি খরচ দূচিন্তায় কৃষকরা-বরেন্দ্র নিউজ

জলঢাকায় ইরি বোরো ধান চাষে বাড়তি খরচ দূচিন্তায় কৃষকরা-বরেন্দ্র নিউজ

নীলফামারী প্রতিনিধিঃ

বিদ্যুৎ চালিত অগভীর সেচযন্ত্রের মালিক রহমত আলী বলেন, গত ইরি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতিবিঘা জমিতে পানি খরচ বাবদ ১ হাজার ৬৫০ টাকা নেওয়া হয়েছে। এ বছরের বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করেছি। বৃহস্পতিবার নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের ইরি বোরো ধান আবাদের চিত্র। বিগত বছরগুলোতে এই চাষাবাদের সময় কৃষকের মুখে হাসি দেখা গেলেও এ বছর রয়েছে মলিন মুখে। বীজ, বিদ্যুত, ডিজেল, কিটনাশক ও শ্রমিকসহ অন্যান্য কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ায় এ বছর বোরো আবাদের অতিরিক্ত খরচে চরম হিমসিম খাচ্ছেন তারা। চাষাবাদের খরচ জোগাতে অনেকেই ঋণের ফাঁদে পড়ছেন। আর সবচেয়ে বেকায়দায় পড়েছেন দরিদ্র কৃষকরা।উপজেলায় বর্তমানে চলছে ইরি বোরো ধান আবাদের ভরা মৌসুম। জমিতে ধানের চারা রোপন শেষে এখন পরিচর্যাসহ সার-কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এবছরে ফসল উৎপাদনে বাড়তি খরচে অর্থ সংকট ও দামের ঊর্ধ্বগতির কারণে কৃষকদের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ। গত কয়েক বছরের তুলনায় এবছর জলঢাকায় ইরি বোরো আবাদে কৃষি পণ্যের দাম বাড়ায় বাড়তি খরচের হিসাব গুণছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিযে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে বীজতলা তৈরি ও চারা রোপণের জন্য পাওয়ার টিলারের মাধ্যমে জমি তৈরি করতে হয়েছে। এছাড়াও ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ১১৫ টাকা দামে কিনতে হচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দামও। বর্তমানে প্রতিবস্তা ইউরিয়া সার ১১শ থেকে ১২শ টাকা, টিএসপি ১১শ টাকা, এমওপি ৭৫০ টাকা, দস্তা প্রতিকেজি ২শ থেকে ৩শ টাকা। পোকা দমনে কীটনাশক ছহি ১০০ মিলি ১৪৫ টাকা, ভিরতাকো ১০ গ্রাম ১৭০ টাকা, মাইকোসাল প্রতিকেজি ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। গত কয়েক বছর এসব পণ্যের দাম কম ছিল । তাছাড়া প্রতিকেজি বীজ ২৪০ থেকে ৩৫০ টাকায় কিনেছেন কৃষকরা। এছাড়া ধানের চারা রোপনের সময় এবং বর্তমান পরিচর্যায় শ্রমিকের মজুরী ৩০০ টাকা দিতে হচ্ছে। তবে কাটা-মাড়াইয়ের সময় শ্রমিক সংকটে দেখা দিলে তাদের মজুরী গুণতে হবে ৬০০ থেকে ৭০০ টাকা। উপজেলা কৃষি সসম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর ইরি বোরো মৌসুমে ১ লাখ ২৫ হাজার ৬৭০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এ বছরে ১ লাখ ২৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে । তাছারা জমিতে সেচ দিতে বিদ্যুৎ চালিত গভীর সেচযন্ত্র ২৫০ টি, অগভীর ৩ হাজার ৫০টি, ডিজেল চালিত অগভীর ২ হাজার ৯৭০ টি রয়েছে এসব যন্ত্র দিয়ে বোরো চাষিদের সেচের চাহিদা মেটানো হচ্ছে। কৈমারী ইউনিয়নের গাবরোল হাজীপাড়া এলাকায় কৃষক মানিক জানান, বিগত বছর বোরো ধান আবাদে যে খরচ হয়েছিল তা বেড়ে যাওয়ায় বর্তমানেচলতি মৌসুমে বোরো ধান আবাদের বাড়তি খরচ নিয়ে হিমশিম খাচ্ছি। গত বছরে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র মালিককে হেক্টর প্রতি ভাড়া দিয়েছিলেন ১২ হাজার ৩০০ টাকা। কিন্তু এ বছর বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় সেটি মেশিন মালিক ১৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, শুধু বিদ্যুতের দামই নয়, সম্প্রতি বীজ, কীটনাশক ও শ্রমিকের দামও বেড়েছে অনেক। বালাগ্রাম চৌপুথী এলাকার কৃষক আমির হোসেন বলেন, গত মৌসুমে কেনা ৬৬ টাকার ডিজেল বর্তমানে কিনতে হচ্ছে ১১২ টাকা পাইকারী দরে। আবহাওয়ার কারণে ১ বিঘা ধানের জমিতে সেচ দিতে কখনো ৩২ লিটার কখনো ৪৫-৫০ লিটার ডিজেলের প্রয়োজন হয়। তাই অতিরিক্ত খরচ হচ্ছে উৎপাদনে। সে তুলনায় আমরা লাভবান হচ্ছি না। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ বলেন, সম্প্রতিক সময়ে বৈশ্বিক সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানির তেলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব কৃষি ক্ষেত্রেও পড়েছে।তাই সেচ কাজে কৃষকের খরচ বাড়বে। এছাড়া সরকারের পক্ষ থেকে ফসল উৎপাদন বাড়াতে এবং খরচ কমাতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ইরি বোরো আবাদে কৃষকদের লাভবান করতে ইতোমধ্যে প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বোরো ধান ঘরে তুলে লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT