তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক সৈয়দ হাকিমুল হাসানের মৃত্যুতে গভীর হোক প্রকাশ করেছেন অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ। জানা গেছে, তানোর মহিলা ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ হাকিমুল হাসান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থায় আজ(গতকাল) বৃহস্পতিবার বিকেলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
তার এমন অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ অধ্যাপক সৈয়দ হাকিমুল হাসানের বিদেহী আত্মার শান্তি কামনা করে নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply