মোল্লা মোঃ এম এ রানা নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, বুধবার রাতে উপজেলার শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার সময় অভিযান চালিয়ে তারেক, উজ্জল, আজিজুল, মাসুম, শাহ গোলাপ, ও সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর, ৬টি কি-বোর্ড, ৬টি মাউস ও কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply