তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) অন্যতম বিদ্যাপিঠ পাড়িশো উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৬ মার্চ বৃহস্প্রতিবার পাড়িশো উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক রাম কমল সাহার সভাপতিত্বে বিদায়, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক মুন্সেফ আলী, ইউপি সদস্য আলাউদ্দিন আলী ও লুৎফর রহমানপ্রমুখ। এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply