তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী-১আসনের সংসদ সদস্য এমপি ওমর ফারুক চৌধুরী এ প্রাথমিক ভবনের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় চন্দনকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন,উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ আহমেদ,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply