তানোর প্রতিনিধি: ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কর্যালয়ে বিশাল কেক কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে। জানা গেছে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী-১আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী উপস্থিত থেকে কেক কেটে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভীর রেজা প্রমূখ।
Leave a Reply