আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপস্থিত বক্তৃতা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪ টায় উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সরদার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর উপস্থিত বক্তৃতায় (একাদশ- দ্বাদশ শ্রেণী) প্রথম হয়েছেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিমা আক্তার। একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে আয়শা দ্বিতীয় হয়েছেন। মাধ্যমিক স্তরে বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছেন একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী নুসরিন সাদাত শ্রুতি। দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী সূচনা সাহা শ্রুতি। তৃতীয় হয়েছেন মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীর সারা জেরিন। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন (নবম-দশম শ্রেণী) জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অয়ন দীপ অধিকারী। দ্বিতীয় হয়েছেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মেঘা মন্ডল। তৃতীয় হয়েছেন মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বিদিতা মন্ডল। রচনা প্রতিযোগিতায় (ষষ্ঠ-অষ্টম শ্রেণী) প্রথম হয়েছেন মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা বাসার নেহা। দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ সাবা ইসলাম। তৃতীয় হয়েছেন মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুঁই মন্ডল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় (চতুর্থ-পঞ্চম শ্রেণী) প্রথম হয়েছেন মালঞ্চ কিন্টার গার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাইতা। দ্বিতীয় হয়েছেন তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনিসা আনজুম এশা। তৃতীয় হয়েছেন মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাইশা৷ চিত্রাঙ্কন প্রতিযোগিতা (প্রথম-তৃতীয় শ্রেণী) প্রথম হয়েছেন মডার্ন আইডিয়াল কিন্টার গার্টেন এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কুশাল পাল তুর্য। দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সাদিয়া। একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অর্পনা হাসান তৃতীয় হয়েছেন।
Leave a Reply