আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গণেশ নামে এক সুইপারের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় একটি হার্ডওয়ারের দোকানের শাটার গেটের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুইপার গণেশ বাঁশফোড় (৩৮) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরের পার্বতীপুর বাবুপাড়ার মৃত কেদার বাঁশফোড়ের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মহাদেবপুর উপজেলা সদরে থেকে বিভিন্ন বাসা-বাড়ির টয়লেটের
ট্যাংকি পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন। পরিবার পরিজন না থাকায় বিভিন্ন হোটেলে খেতেন এবং অধিকাংশ রাতে ওই দোকানের সামনের বারান্দায় ঘুমাতেন। স্থানীয়রা জানান, তিনি অধিকাংশ সময় মদ্যপ অবস্থায় থাকতেন।
মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বন্ধ দোকানের শাটারের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন লাশের পা মাটির সাথে দাঁড়ানো অবস্থায় ছিল। সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে দুপরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গনেশ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply