মোঃ জামিল হোসেন, ভোলাহাটঃ
গত ৮জুন সমবার স্বামীর হাতে খুন হওয়ার আয়েশার আহত মেয়ে জামায়কে নিয়ে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার সেনামুলল হক মঙ্গলবার রাত ১১টার সময় রাজশাহী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন….ইন্না-লিল্লাহ………… রাজেউন।তিনি নিজের মৃত্যুর বিনিময়ে বাঁচিয়ে গেলেন ৪জীবন।জানা গেছে মৃত সেনামুলের বাড়ি গোমস্তাপুরের আমলপুর মিনিবাজার।
উল্লেখ্য গত ৮ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রকাশ্যে নিজ বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ সময় তার মেয়ে ও জামাইকেউ এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে দানব পাষন্ড স্বামী কোবাদ।
গুরুতর আহত মেয়ে হাবিবা ও তার স্বামী সাদিকুলকে দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রাজশাহীতে প্রেরণের নির্দেশ দেন।
বিকেলে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে আহত দুজনসহ আরো দুজন তাদের সাথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বিকেল ৪ টার দিকেে এ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনার কবলে পড়ে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সেনামুলের ১ম জানাযা হবে বিকেল ৩ টায় ভোলাহাট মেডিকেল সংলগ্ন মোহবুল্লাহ কলেজ মাঠে। ২ য় জানাযা তার নিজ গ্রাম মিনিবাজারে বিকেল ৫ টায়। ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, তার মৃত্য্যতে স্বাস্থ্য কমপ্লেক্সের সকলে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, তাদের বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ রাজশাহী হাসপাতালে গিয়ে সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি সেনামুলের স্ত্রীর একটি চাকুরির ব্যবস্থা করে দেয়ার আস্বাস দেয়া হয়েছে।
Leave a Reply