মোঃ সারোয়ার জাহান, স্টাফ রিপোর্টারঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ০৩ দিন ব্যাপি ৪১তম বিজ্ঞান মেলা শেষ হয়েছে। এর আগে গত ১৭/১২/১৯ ইং তারিখ মঙ্গলবার উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। ১৭-১৯ ডিসেম্বর মেলা চলার পরে বৃহস্পতিবার পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ৪১তম বিজ্ঞান মেলা/২০১৯। উক্ত বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে উদ্বোধনী প্রজেক্টে প্রথম পুরষ্কার পায় নিয়ামতপুর সরকারী কলেজ, দ্বিতীয় পুরষ্কার পায় চন্দন নগর ডিগ্রী কলেজ, স্কুল পর্যায়ে প্রথম পুরষ্কার পায় বরেন্দ্র আলিম মাদরাসা, দ্বিতীয় পুরষ্কার পায় গুজিশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এছাড়া বিতর্ক প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নিয়ামতপুর সরকারী কলেজ, রানার্স আপ হয় বরেন্দ্র আলিম মাদরাসা, স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় পিএলবি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় বরেন্দ্র আলিম মাদরাসা। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা। প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম, উপজেলা শিক্ষা সুপার ভাইজার মোঃ জাকির হোসেন এবং বরেন্দ আলিম মাদারাসার অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম।
Leave a Reply