নিজস্ব প্রতিবেদকঃ সরকারের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ জুলাই রবিবার বিকেল ৪টার দিকে রাজ ডেভেলপমেন্ট সৌসাইটির খালেআলেমপুর শাখার উদ্দ্যোগে এলাকার ৬০০ জন জনসাধারণের মাঝে একটি করে গাছ প্রদান করা হয়।
এ সময় রাজ ডেভেলপমেন্ট সৌসাইটির নির্বাহী পরিচালক শামীম রানা উপস্থিত থেকে বিভিন্ন বৃক্ষ ও ফলজ গাছ সবার মাঝে তুলে দেন। প্রতিনিয়ত এ ধরনের সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন রাজ ডেভেলপমেন্ট সৌসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রারাব্বুল হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, রাজ ডেভেলপমেন্ট সৌসাইটির এরিয়া ম্যানেজার হাসেম আলী, এরিয়া ম্যানেজার সাদ্দাম হোসেন সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন, রাজ ডেভেলপমেন্ট সৌসাইটির নির্বাহী বোর্ডের সদস্য হেদায়েতুন নবী সুমন।সার্বিক সহযোগিতায় ছিলেন রাজ ডেভেলপমেন্ট সৌসাইটির খালেআলমপুর শাখার শাখা ব্যবস্থাপক সুমন রেজা।
Leave a Reply