বরেন্দ্র নিউজ ডেস্কঃজামালপুরে আন্ত:নগর তিস্তা ট্রেনের কেবিনে অসামা’জিক কার্যকলাপের অ’ভিযোগে এক নারীসহ কলেজ অধ্যক্ষকে আ’ট’ক করেছে রেলওয়ে পু’লিশ। রবিবার বিকেলে তাদেরকে জামালপুর রেলওয়ে থা’নায় নিয়ে আসা হয়। আ’ট’ককৃত আব্দুস সালাম (৫০) ইস’লামপুর জে জে কে এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। সে জামালপুর শহরের বেলটিয়ার বাসিন্দা।
জামালপুর রেলওয়ে থা’না পু’লিশের ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) তাপস চন্দ্র জানান, তিস্তা ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের যাত্রীরা কর্তব্যরত পু’লিশের কাছে অ’ভিযোগ করেন যে- ‘ঘ’ কোচের ২ নম্বর কে’বিনে অসামা’জিক কার্যকলাপ চলছে। যাত্রীদের অ’ভিযোগের প্রে’ক্ষিতে পু’লিশ গিয়ে ওই অধ্যক্ষ ও এক নারীকে আ’পত্তিকর অবস্থায় দেখতে পায়।
পরে রেল-পু’লিশ তাদের আ’ট’ক করে জামালপুর জিআরপি থা’নায় নিয়ে আসে।অসা’মাজিক কার্যকলাপের অ’ভিযোগে তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। আ’ট’ক কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম অ’ভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ষ’ড়য’ন্ত্র করে ফাঁ’সানো হয়েছে।-যমুনা নিউজ।
Leave a Reply