নিখোঁজ ৭ম শ্রেণির ছাত্র নয়নকে খুঁজে পাওয়া গেছে। সকাল ৮ টার দিকে নয়ন বাড়িতে ফেরত আসে। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন নয়নকে খুঁজে পাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়নের চাচা মো. নাসিম জানান, পরিবারের উপর অভিমান করে কাউকে কিছু না বলে রোববার বিকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সদর হাসপাতালে পালিয়ে আত্মগোপনে ছিল নয়ন। সকাল ৮ টার দিকে নয়ন বাড়ি ফিরে আসে।
উল্লেখ্য, নয়ন নিখোঁজ হবার সংবাদ অন-লাইন পত্রিকায় প্রকাশের কিছুক্ষণ পরেই জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন নিখোঁজ কিশোরের খোঁজখবর নেন। নয়নকে খুঁজে পেতে প্রশাসন ও পুলিশ ততপর ছিলেন। এ ঘটনায় সহযোগীতার জন্য নয়নের পরিবার সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
——কপোত নবী
২২-০৭-১৯
Leave a Reply