মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের নাচোলে জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তারা মারা যায় বলে বিষয়টি নাচোল থানা পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলো, জেলার নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ মাইনুল ইসলাম কালু (৩৫) ও একই উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়নের বাঁশবেড়া(পাহারপুর) গ্রামের মোঃ গোলাম কবিরের ছেলে মোঃ আরমান আলী (৩০)। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, বুধবার দুপুর ১টার দিকে মাইনুল ইসলাম জমিতে চাষাবাদ করার সময় বৃষ্টি হচ্ছিল এমন সময় বজ্রপাত হলে মাইনুল আহত হয়।
পরে, অন্য কৃষকরা মাইনুলকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।অপরদিকে, একই সময়ে আরমান আলি ফতেপুর ইউনিয়নের সিংগলপুর এলাকার জমিতে চাষাবাদ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।
Leave a Reply