শফিকুল ইসলাম,গোমস্তাপুর:
“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এর রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ইমাম, জীবন বীমা কর্পোরেশন এর রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক মজিবুর রহমান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ কোডিনেটর হাসান আলীসহ অন্যরা। পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply