শফিকুল ইসলাম, গোমস্তাপুর: “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব ” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী কচি , উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মৎস কর্মকর্তা অলিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা অংশ গ্রহন করে ।
Leave a Reply