নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে উপ-নির্বাচনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগ করেছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর দক্ষিণ পাঁকা গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডল ও মোসা. নুর নাহার বেগমের ছেলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন ইউনিয়নের সকলের কাছে দোয়া চেয়েছেন।
জনগণের সেবা করার জন্যই তিনি চেয়ারম্যান পদে লড়বেন। অতীতে বা বর্তমানে এলাকাবাসী ও ইউনিয়নের মানুষের সাথে কোন ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আহবানও জানিয়েছেন ইসমাইল হোসেন। তাকে ভোট দিয়ে বিজয়ী করে সেবা করার সুযোগ দিতেও আহবান জানান। উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত পাঁকা ইউনিয়নে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনিত হয়েছেন ইসমাইল হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ক্রমে এবং দলনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্রে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের নাম ঘোষণা করেন।
গত ৮ জানুয়ারি পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মৃত্যুবরণ করলে এ আসনটি পদ শুণ্য হয়। মো. ইসমাইল হোসেন প্রাথমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, ১৯৭০ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ শাখার সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্রলীগের নেতা ছিলেন।
এ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের কলাবাড়ী কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১২ নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. ইসমাইল হোসেন। –কপোত নবী।
Leave a Reply