শফিকুল ইসলাম,গোমস্তাপুরে:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের দাখিলকৃত প্রকল্প পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্যরা গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
আগামী ৯ মার্চ এ বিষয়ে শুনানীর দিন ধার্য করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের গত ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় প্রকল্প জমা দেন ইউপি সদস্যরা। কিন্তু তৎকালীন প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম তাদের প্রকল্প পরিবর্তন করে পরিবর্তিত প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা করছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগকারী ইউপি সদস্যরা জানান, গত ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পে বরাদ্দকৃত ২০ লক্ষ ৪৮ হাজার ৪০৬ টাকা মধ্যে ৭ টি প্রকল্পের ৩ লক্ষ ৭৫ হাজার টাকা কাট-ছাট করা হয়। কাট-ছাটকৃত প্রকল্পের তালিকায় নতুন করে ওই ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের কাব কাব স্কাউটদের পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বাবদ ২ লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান ও ৭নং ইউপি সদস্য বাইরুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা থাকায় ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ-আল শফি আনসারীর পরামর্শক্রমে প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে।
প্রকল্পে পরিবর্তনের বিষয়টি সত্যতা স্বাীকার করে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ-আল শফি আনসারীর বলেন সরকারী নির্দেশনা থাকায় প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে।
Leave a Reply