নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ৫ বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর সবার দৃষ্টি এখন জেলা আওয়ামী লীগের কাউন্সিলের দিকে। কারা আসছেন নেতৃত্বে, তার অবসান হবে বৃহস্পতিবার।
কাউন্সিল উপলক্ষে বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের পক্ষে প্রচার মিছিল করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল এবারো সভাপতি প্রার্থী।
প্রচার মিছিলটি স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে ক্লাবসুপার মোড়ের চত্বরে এক পথসভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদের নেতৃত্বে পথ সভায় বক্তব্য দেন, ছাত্রলীগ নেতা কৌশিক আহমেদ, নাজমুজ্জামান মাসুমসহ শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ আওয়ামী লীগের কাউন্সিল সফল করতে সকল নেতাকর্মীবৃন্দকে আহবান জানিয়েছেন। -কপোত নবী।
Leave a Reply