নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ৫ বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর সবার দৃষ্টি এখন জেলা আওয়ামী লীগের কাউন্সিলের দিকে। কারা আসছেন নেতৃত্বে, তার অবসান হবে আজ বৃহস্পতিবার।
কাউন্সিল উপলক্ষে এবারো সাধারণ সম্পাদক পদ প্রার্থী বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগকে শক্তিশালী ও সংগঠিত করতে সাধারণ সম্পাদক পদে আব্দুল ওদুদের বিকল্প নাই বলে জানিয়েছেন অধিকাংশ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে সবদিক থেকে এগিয়ে সাবেক দু’বারের সফল সংসদ সদস্য আব্দুল ওদুদ।
আব্দুল ওদুদ বাংলাদেশ আওয়ামী লীগে ২০০৫ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে।
তিনি আওয়ামী লীগে যোগদান করার পর হতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ চাঙ্গা হতে থাকে । তার নেতৃত্বে দলে দলে বিএনপির কর্মী ও নেতারা যোগ দেন আওয়ামী লীগে। এর আগে ১৯৮১ সালে রাজশাহীতে ছাত্র অবস্থায় ছাত্রলীগ করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা ও জাতীয় চারনেতার মধ্যে অন্যতম শহীদ কামরুজ্জামানের বাড়ির সামনে থেকে গ্রেফতার হন এবং কালো আইনে একমাস কারাবরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য এবং আগামী দিনে বিএনপি জামায়াতের যে কোন আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হলে আব্দুল ওদুদের মত মানুষের নেতৃত্ব দরকার।
২ বার তিনি সদর আসনের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। আধুনিক চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণে নতুন রাস্তা তৈরি, নতুন স্কুল কলেজ ভবণ নির্মাণ, মসজিদ নির্মাণ, এতিম দের সহায়তা, ট্রেনের উন্নতিসহ আরো অনেক কাজ করেছেন আব্দুল ওদুদ। জেলা আওয়ামী লীগ কে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে সর্বাত্বক কাজ করছেন জনপ্রিয় এ নেতা।
জেলা আওয়ামী লীগসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। -কপোত নবী।
Leave a Reply