নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ সংলগ্ন রঙধনু পার্কে ৬ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে মানবাধিকার বিষয়ে সচেতনতার লক্ষে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠিতা ব্যারিস্টার নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তারিক হায়দার।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমান।
বক্তারা মানবাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলনের ব্যাপারে জোর দেয়ার পাশাপাশি মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।-কপোত নবী।
Leave a Reply