শফিকুল ইসলাম,গোমস্তাপুর ” প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে একটি র্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভ আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা ওলিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমাবেগম, এনজিও সংস্থা উদ্দীপন এর স্যানিটেশন প্রকল্প কো-ডিনেটর সাজ্জাদ হোসেন, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক মুক্তাবুল ইসলামসহ অন্যরা।
Leave a Reply