নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগানসহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। ৯ মার্চ রাত ৩টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার কৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার জমিনপুর কদমতলা গ্রামের মো. সারাফত আলীর ছেলে মো. হিমেল মিয়া (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শিবগঞ্জ তেলকুপি গ্রামে অবস্থানকালে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কদমতলা গ্রামে মাদক বিক্রির জন্য একজন অবস্থান করছে। খবর পাবার পর
জমিনপুর কদমতলা গ্রামের ভারত বাংলাদেশ সীমানার ১৭৯/১ পিলার এস এর পূর্ব দিকে অভিযান পরিচালনা করে হাতেনাতে ২টি ওয়ান শুটারগানসহ হিমেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply