নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া বালিগ্রাম এলাকার একটি আম বাগানকে কেন্দ্র করে প্রকৃত জমির মালিকগণকে ভূমিদস্যুরা হত্যার হুমকি ও মোটা অংকের চাঁদা দাবি করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলাও করেছে জমির মালিকরা। মামলা নং- ১৩। ৬ মার্চ এ চাঁদাবাজির মামলাটি করা হয়।এ ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও মিথ্যে রটায় ভূমিদস্যুরা।
জমির দলিল সূত্রে জানা গেছে, ১৯৫৭ সাল থেকে ভোগদখল করে আসছে মো. মালেক আলী খান, মাজেদ আলী খান, মো. সাঈদ খান (সনু), মোসা. জামিলা খাতুন ও মোসা. কাশেদা খাতুন। ৬২ ও ৭২ সালের রেকর্ড তাদের। এ ছাড়াও ৭০ বছর ধরে খাজনা দিয়ে আসছে তারা। প্রকৃত মালিকদের প্রাণ নাশের হুমকি দিয়ে শর্ত দখলের মিথ্যা মামলা দিয়ে এতদিন ভোগদখল করার চেষ্টায় লিপ্তছিল মাসুদ রানা সুমন, কালাম, শফিকুল ও মিনারা বেগম। এ সংক্রান্ত বিষয়ে দু’পক্ষ ২বার মিমাংসায় বসার কথা থাকলেও ভুমিদস্যু পক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে জমির প্রকৃত মালিকগণ জমি দখলে দেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোর করে ভোগদখল করার চেষ্টা করে আসছিল ভুমিদস্যুরা। প্রকৃত মালিকগণের কাছে ১০ লাখ টাকাও চাঁদাদাবি করেছিল ভুমিদস্যুরা। যা পরে তাদের নামে চাঁদাবাজির মামলাও করা হয়েছে। মামলা নং-১৩। তিনি আরো জানান, কিছুদিন আগে প্রকৃত মালিকগণ জমি দখলে নিতে গেলে মাসুদ রানা সুমন, কালাম, শফিকুল, মিনারা বেগম এবং তার লোকজন বিভিন্নভাবে ভয়ভিতি দেখায়। এ ছাড়াও মালিকদের প্রাণনাশের হুমকিও দেয়। ওসি আরো জানান, আমার বিরুদ্ধে মিথ্যাভাবে রটিয়েছে যে আমার মদদে আম গাছ কাটা হয়েছে তা সম্পুর্ণ ভুয়া। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আইন অনুযায়ি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ডা. মো. মাজেদ আলী খান জানান, জমির খাজনা ৭০ বছর ধরে দিয়ে আসছি আমরা। জমিটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া বালিগ্রাম এর হোল্ডিং নং-১১৪৬ জমির পরিমান .২২১০ একর। যার জেএল নং-১১৫। সিএস-১০১ আরএস-১০০। খতিয়ান নং-১২১৬। জমি ছেড়ে দিতে প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলেও জানান, ডা. মো. মাজেদ আলী খান। উল্লেখ্য, মামলার কপি সূত্রে জানা গেছে, ভূমিদস্যুদের নামে থানায় এর আগেও বেশ কয়েকটি জমি দখলের মামলা আছে বলেও জানা গেছে।
Leave a Reply