নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ট্রেনিং সেন্টার ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত ডায়াবেটিক সমিতির রোগীদের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বার্ষিক প্রতিবেদন ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হয়। যা পরে তা অনুমোদন হয়।
১১ মার্চ বুধবার সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ১৩ তম বার্ষিক সাধারণ সভায় এ সব তথ্য জানা গেছে। সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী, ডায়াবেটিক সমিতির পরিচালক ডাক্তার দুররুল হুদা, সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান হানু, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় বার্ষিক আয় ব্যয় পেশ করেন ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরিফিন বুলু। -কপোত নবী।
Leave a Reply