নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মহানন্দা সেতু পর্যন্ত মহাসড়কের দু’পাশের প্রশস্ত করণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
১৫ মার্চ সোমবার সকালে বিশ্বরোড মোড়ে রাস্তার প্রশস্ত করণ কাজ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ হারুন।
পরিদর্শনের সময় এমপি হারুন কাজের বিভিন্নদিক ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সময় চাঁপাইনবাবগঞ্জের মহাসড়ক প্রশস্ত ও চারলেন করার উদ্যোগ গ্রহণ করেন।-কপোত নবী।
Leave a Reply