নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাজ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটিকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজ ডেভেলপমেন্ট সোসাইটির আন্দিপুরের প্রধান কার্যালয়ে কেক কেটে ও দোয়ার মাধ্যমে রাজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামিম রানার নেতৃত্বে কর্মীদের নিয়ে দিবসটি পালন করেন।
পরে ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে এসে একটি র্যালি বের করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,রাজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামীম রানা সহ কর্মীবৃন্দ।
Leave a Reply